প্রকাশিত: Mon, Jul 10, 2023 10:18 PM আপডেট: Tue, Jan 27, 2026 11:15 PM
[১]তথ্য ফাঁসের ঘটনায় পুলিশ ও আইসিটি বিভাগ যৌথভাবে ২টি তদন্ত কমিটি গঠন করেছে: পলক
মাজহারুল মিচেল: [২] রাজধানীর আগারগাওঁস্থ আইসিটি টাওয়ারে সোমবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে হওয়া এক বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
[৩] তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
[৪] তিনি বলেন, যে পরিমান তথ্য বেহাত হয়েছে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়।
[৫] নাগরিক তথ্য সুরক্ষায় দুইটি কমিটি গঠন করেছে সরকার উল্লেখ করে তিনি জানান ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে সভাপতি করে একটি কমিটি সাত দিনের মধ্যে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য উন্মুক্ত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়াও স্থায়ী কমিটি গঠন করা হবে নিয়মিত এ ধরনের ঘটনা মনিটরিংয়ের জন্য।
[৬] দীর্ঘ তিন ঘন্টার বৈঠকে দেশের আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও আইসিটি বিভাগের অধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ ই গভ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[৭] তিনি বলেন, এ প্রতিবেদনে কি পরিমাণ তথ্য ফাঁস হলো, কিভাবে হলো, এর ঝুঁকি কতখানি এসব বিষয় উঠে আসবে। প্রতিবেদনে যদি দেখা যায় যে, এর জন্য কোন ব্যক্তি দায়ী বা সংশ্লিষ্ট সংস্থার নূন্যতম যে কার্যবিধি পূরণ করার কথা ছিল কিন্তু করেনি; তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
[৮] তিনি জানান, আরেকটি কমিটি গঠন করা হয়েছে যারা এ ধরনের ঘটনা প্রতিরোধে অথবা ঘটনা ঘটলে যেন বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত তথ্যের আদান প্রদান করা যায় সেজন্য নিয়মিত কাজ করবেন। সেখানেই সার্ট, ডিএসএ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে ২৯টি পরিকাঠামো থেকে প্রতিনিধিরা থাকবেন।
[৯] এদিকে আরও তিনটি পরিকাঠামো ঝুঁকিপূর্ণ আছে উল্লেখ করে পলক বলেন, আমরা দেখেছি যে, আরও তিনটি পরিকাঠামোতে দুর্বলতা রয়েছে। সেগুলোকেও নিরাপদে এখন কাজ করা হচ্ছে। দেশে প্রায় ৫২ হাজার সরকারি ওয়েবসাইট আছে তবে এগুলোর মধ্যে এই ২৯টি পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট